কালিয়াচক

লেখক পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

 

মালদায় বারবার এসেছেন লেখক পার্থ চট্টোপাধ্যায়। মালদহের পাঠকমহল প্রতিবছর দীর্ঘদিন ধরেই উৎসাহ নিয়ে প্রবীণ সাংবাদিক ও জীবনবাদী লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে জীবনবাদী দিবস উদযাপন করে চলেছেন। সেই মতো শনিবার এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার।

    এদিন বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ২৬ ই অক্টোবর ৮৭ তম জন্মদিন উপলক্ষে মালদহের কালিয়াচকের নজরুল ভবনে জীবনবাদী দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য মূল্যবোধ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটির আয়োজিত হয় সিপডাভ সংস্থার মালদা জেলার সদস্য ও পাঠকবর্গের তরফে। উপস্থিত ছিলেন শিল্পী ডালিয়া বিশ্বাস, আহ্বায়ক শিক্ষক রেজাউল করিম, সঞ্জীব কুমার চক্রবর্তী সহ ছাত্রীরা। শুরুতেই প্রয়াত অধ্যাপক ড বিকাশ রায়, সংগীতশিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক আশীষ উপাধ্যায় সহ যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিন বিভিন্ন বক্তা ভাষণে জীবনবাদী দিবসের তাৎপর্য এবং মূল্যবোধ তুলে ধরেন।